পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলা সবুজের শ্যামলীমায় মৌন নিস্তব্দ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। স্বর্পিল গতিতে বয়ে চলা এখানকার পাহাড়ী নদী মাতামুহুরী উচ্ছ্বল চঞ্চলতায় প্রবহমান। প্রকৃতির সাজিয়ে দেয়া সবুজের অবারিত পরিবেশে এখানকার উপজাতি-বাঙ্গালী জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতিতে অন্তরাত্মা যেন লীন হয়ে গেছে।
আলীকদম উপজেলায় রয়েছে আকাশ চুম্বী গিরিশিখর, ঝর্ণা, জলপ্রপাত, ঘন সবুজ অরণ্য, খরস্রোতা নদ-নদী, উপত্যকা, মালভূমি, রহস্যময় আলী সুডঙ্গ-গিরিপথ ইত্যাদির সমাহার। মায়াবী প্রকৃতির মোহনীয় সাজে সজ্জিত পার্বত্য এ অরণ্য জনপদের প্রতিটি গ্রাম, মৌজা বিশ্বমানের পর্যটনের ঠিকানা হয়ে উঠতে পারে। প্রকৃতি অকৃপন হাতে এখানকার মানুষকে দিয়েছ জীবন ও জীবিকার অবলম্বন। যেদিকে দৃষ্টি নিবদ্ধ হয় সেদিকেই দেখা যায় সবুজের অনিন্দ্য সুন্দর নিসর্গ।
এতদাঞ্চলের মুরুং, মার্মা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও চাকমা জীবন প্রণালী, আর্থ-সামাজিক জীবনযাত্রা ও নানা গোত্রের বর্ণময় সভ্যতা সত্যিই দেশী-বিদেশীদের মুগ্ধ করার মতো। এ উপজেলার পাহাড়ী-বাঙ্গালীদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান পার্বত্যবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এটা সম্ভব হয়েছে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী ও সাংবাদিকদের মিলিত প্রচেষ্টার ফলে।
সুন্দর একটি জায়গা...আমার তো এখুনি যাবার ইচ্ছা করতেছে। আমি কি আপনাদের ছবি তথ্য আমার ব্লগে ব্যবহার করতে পারি।
উত্তরমুছুনsaidur.saied@gmailcom
http://www.facebook.com/saidur.saied